রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোনও গুরুতর সমস্যা নেই। তবে কিছু পুরনো সমস্যা রয়েছে। সোমবারই তাঁকে ছেড়ে দেওয়া হবে। একথা জানিয়ে দিল ভুবনেশ্বর এইমস। সোমবার এমসের ডিরেক্টর একজিউটিভ ডাঃ আশুতোষ বিশ্বাস বলেন, ‘‘ওঁর ৪-৫ রকম রোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে উনি অনেক ওষুধ খাচ্ছেন। তাঁর অসুস্থতা ‘সিরিয়াস’ নয়। আমরা তাঁকে দ্রুত ছেড়ে দেব।’’
তিনি আরও বলেন, ‘‘কিছু নিয়মিত সমস্যায় ভুগছেন। ওষুধ খেয়ে যেতে হবে। তবে হাসপাতালে ভর্তি রাখার দরকার নেই।’’ এইমসের এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে মেডিক্যাল অফিসার এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে।
আরও পড়ুন- Chiranjit Chakraborty : পার্থর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন চিরঞ্জিৎ, কী বললেন বিধায়ক ?
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশেই সোমবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে পার্থকে সেখানে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে যান চিকিৎসক এবং আইনজীবী।