আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Labour Day 2022) । শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন । প্রত্যেক বছর মে মাসের প্রথম দিন বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় । একে মে দিবস-ও (May Day) বলা হয় । বিশ্বের প্রায় ৮০টি দেশে ১ লা মে জাতীয় ছুটির দিন । এইদিন সরকারি অফিস, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ বন্ধ থাকে ।
শ্রমিক দিবসের ইতিহাস
মে দিবসের পালনের ইতিহাসে লুকিয়ে আছে আমেরিকার (America) শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের জীবনদানের কাহিনি । সালটা ১৮৮৬ । সেইসময় শ্রমিক অসন্তোষ বড় আকার নিয়েছিল । দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় ও শ্রমিকদের জীবনমান উন্নয়নসহ একাধিক দাবিতে শ্রমিকরা অবস্থান বিক্ষোভ করে । সেখানেই তাঁদের উপর গুলি চালানো হয় । প্রচুর শ্রমিক মারা যান । কিন্তু, আন্দোলন থেমে থাকেনি । শেষপর্যন্ত শ্রমিকরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেন । ১৮৯৪ সাল থেকে শ্রমিক দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয় । সেই থেকেই পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস ।
আরও পড়ুন, Bengal Summer Special Train : কম সময়ে পৌঁছে যান দার্জিলিং, চালু হল দুটি সামার স্পেশাল ট্রেন
ভারতে প্রথম মে দিবস পালিত হয় ১৯২৩ খ্রিষ্ঠাব্দে । ওই বছর হিন্দুস্তান লেবার কিসান পার্টি দেশে প্রথম মে দিবস উদযাপন করে । এই অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন কমরেড সিঙ্গারাভেলার । শুধু ভারত কেন, মে দিবস পালন করা হয় দক্ষিণ আমেরিকা, পানামা, কিউবা, মেক্সিকো, পেরু, ব্রাজিল, ও চিলি-সহ প্রায় ৮০টি দেশে ।