ভারতীয় স্টার্টআপগুলিতে ছাঁটাইয়ের সংখ্যা ২৫ হাজার পেরিয়ে গেল। ২০২২ সাল থেকে যে রাজসূয় ছাঁটাই-পর্ব শুরু হয়েছিল, তা বছর পেরিয়েও সমানতালে অব্যাহত। মানিকন্ট্রোলের সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ, ২০২২ সাল থেকে শুরু করে চলতি বছরের জুন মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মোট ৯৪টি ভারতীয় স্টার্ট-আপে ২৫,৮০৫ জন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। যে ছাঁটাইয়ের নেপথ্যের কারণ হিসেবে দেখানো হয়েছে, খরচ কমানো এবং সংস্থার লভ্যাংশের দিকে সবিশেষ নজর দেওয়ার উদ্দেশ্যকে।
শুধু ২০২৩ সালেই মোট ৪৬টি ভারতীয় স্টার্ট-আপ থেকে চাকরি চলে গিয়েছে ৭,৫০০ হাজার জনের বেশি কর্মচারীর।
গত বছর মোট ৫০টি স্টার্ট-আপে ছাঁটাই-পর্ব চলেছিল। ২০২৩ সালের প্রথম ছ'মাসের মধ্যেই সেই তালিকায় আরও নতুন ৪৬টি সংস্থার নাম যুক্ত হল। যদিও, ২০২৩ সালের ছাঁটাই-পর্বের থেকে আরও বেশি ভয়ানক ছিল ২০২২ সালের ছাঁটাই-পর্ব, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্তত ২০ শতাংশ বেশি।