আচমকাই বিধ্বংসী আগুন গুজরাতের রাজকোটের টিআরপি গেমিং জোনে। সংবাদ সংস্থা সূত্রের খবর, শনিবার সন্ধের এই অগ্নিকান্ডের জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকলবাহিনী। আশঙ্কা এখনও পর্যন্ত ওই গেমিং জোনে অনেকে আটকে রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। মৃতদের মধ্যে অনেক শিশুও আছে বলে জানা গিয়েছে।
পুলিশের অনুমান, গেমিং জোনে আগুন লাগার সময় অনেক শিশু ভিতরে ছিলেন। ইন্ডোর ও আউটডোর গেমিং চলছিল। শনিবার সন্ধ্যায় আচমকা আগুন লাগায় কেউ বেরোতে পারেনি। ঘটনায় দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। উদ্ধার করা আহতদের দ্রুত চিকিৎসারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখনও ভিতরে কতজন আটকে আছে, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।
আরও পড়ুন - ২৪ বছর আগের মানহানির মামলায় দোষী সাব্যস্ত মেধা পাটেকর, হতে পারে জেল ও জরিমানা