২২ বছরের এক নব্যবিবাহিত যুবতীকে ছুরি দিয়ে কোপাল তাঁরই এক পুরনো বন্ধু। ঘটনাটি ঘটেছে নর্থ ইস্ট দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায়। পুলিশ জানিয়েছে, একাধিকবার কোপানো হয় হাসমাত জাহান নামে ওই যুবতীকে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খুনের চেষ্টার অভিযোগে, ওই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই বন্ধুর নাম শাহ বাবু। সে বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা। দিল্লিতে বন্ধুর সঙ্গে দেখা করতে আসে সে। বুলন্দ মসজিদের কাছে হাসমাতকে পরপর ছুরি দিয়ে মাথা, মুখ ও হাতে আঘাত করা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জগ প্রবেশ চন্দ্রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিটিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।