ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা । হাওড়া থেকে বাতিল দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন । ওড়িশাগামী ট্রেনও বাতিল করা হয়েছে । এর ফলে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত, হাওড়া থেকে দক্ষিণভারতগামী কোনও ট্রেন চলবে না । বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে, আপ জগন্নাথ এক্সপ্রেস, আপ পুরী এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস, চেন্নাই মেল ।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি । সন্ধেবেলায় ওড়িশার বালেশ্বরের কাছে পৌঁছতেই লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেস । মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই ট্রেনটির ১৮টি কামরা বেলাইন হয়ে যায় বলে খবর । ট্রেনের নীচে আটকে রয়েছেন বহু যাত্রী । যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁরা । একাধিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে । রেলের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি । আহতদের হাসাপাতালে পাঠানো হচ্ছে । জোরকদমে চলছে উদ্ধারকাজ ।