হাতে কনফার্ম টিকিট, ট্রেন ছাড়ার অনেক আগেই পৌঁছে গিয়েছিলেন স্টেশনে। তবু ট্রেনে উঠতে পারলেন না। দীপাবলিতে এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন ভদোদরা, সুরাটের একাধিক যাত্রী। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেলের বিরুদ্ধে চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। অভিযোগ, উৎসবের মরশুমে সকলেই বাড়ি ফিরছেন। দূরপাল্লার ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়।
ভোক্তভোগী একাধিক যাত্রীর মত, বিনা টিকিটের যাত্রী, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের ঠেলায় যাদের কাছে কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে যাত্রীবোঝাই ট্রেনগুলির দরজায় কার্যত ঝুলছে যাত্রীরা।
Kali Puja: Dakshineswar: দক্ষিণেশ্বরে দীপাণ্বিতা কালী পুজোর প্রস্তুতি, সকাল থেকেই দর্শণার্থীদের ভিড়