স্বামীর অনুপস্থিতিতে মহিলাকে ধর্ষণের অভিযোগ দেবরের বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের সময় ভিডিয়ো করেও রাখা হয় বলে অভিযোগ ওই মহিলার। স্বামীকে জানাতে প্রতিক্রিয়া অন্যরকম হয়। স্বামী ও তাঁর ভাই ওই মহিলাকে গলা টিপে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলায়।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো সহ গোটা ঘটনার কথা লেখেন ওই নির্যাতিতা। ওই পোস্ট দেখেই অভিযুক্ত স্বামী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩০৭, ৩২৮ ধারায় মামলা রুজু করা হয়েছে খাতাউলি কোতোয়ালি থানায়।
পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপতি জানিয়েছেন, কী কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, তা তদন্ত করছে পুলিশ। অভিযুক্তদের জেরা করা হচ্ছে।