১২ বছরের কিশোরী বোনের প্রথমবার পিরিয়ড হয়েছিল, জামায় লেগে গিয়েছিল রক্তের দাগ, তাকে যৌন মিলনের ফল ভেবে কিশোরীকে খুনই করে ফেলল দাদা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের উল্লাসনগরে। বোনকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩০ বছরের দাদাকে।
জামায় রক্তের দাগের কারণ ঠিক ভাবে বুঝতে না পেরে দাদাকে উত্তর দিতে পারেনি কিশোরী, সেখান থেকেই সন্দেহের সূত্রপাত, বোনের কারও সঙ্গে যৌন সম্পর্ক হয়েছে, এই সন্দেহ থেকে মেয়েটির ওপর অত্যাচার করতে শুরু করে দাদা। অত্যাচারে মদত দেয় বৌদিও। তিন দিন ধরে লাগাতার ওই কিশোরীকে লাথি, ঘুষি মারা হয়। এমনকি গরম লোহার রড দিয়ে শরীরের একাধিক স্থানে ছ্যাঁকা দেওয়া হয় বলেও অভিযোগ। গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উল্লাসনগরের কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিশোরীকে মৃত বলে ঘোষণা করা হয়।
ময়নাতদন্তের রিপোর্টে কিশোরীর মুখ, গলা ও পিঠে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিস। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিস। দাদার বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু হয়েছে।