লিভ ইন পার্টনারকে খুন করে দেহ লোপাটের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, সেই দেহ লোপাটে সাহায্য করেছে ওই ব্যক্তিরই স্ত্রী। মৃত মহিলার বয়স ২৮। তার বোনের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে।
অভিযুক্ত ব্যক্তির বয়স ৪৩। ওই মহিলার সঙ্গে লিভ-ইন থাকতেন তিনি। অভিযোগ, খুনের পর পড়শি রাজ্য গুজরাতে গিয়ে দেহ লোপাট করে তিনি ও তার স্ত্রী। পুলিশ সূত্রে খবর, গত ৯ অগাস্ট গুজরাতের একটি খাদে ওই মহিলার দেহ ফেলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম নয়না মাহাতো। মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করতেন। অভিযুক্ত ব্যক্তি মনোহর শুক্লার সঙ্গে লিভ-ইনে থাকতেন। পাঁচবছর ধরে এই সম্পর্ক ছিল। পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন নয়না। এরপরই তাদের গন্ডগোল চরমে ওঠে। অভিযোগ পাওয়ার পর পুলিশ মনোহর ও তার স্ত্রীকে গ্রেফতার করে।