ট্রেনে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার হল, তাও কেবল গুগল ম্যাপের সাহায্যে! রাজ ভগত পালানিচামি নামে একজন জনপ্রিয় ম্যাপার এবং আর্থ অবজার্ভার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে চুরি যাওয়া ফোন উদ্ধারের বিস্তারিত ঘটনা।
রাজ জানিয়েছেন, তাঁর বাবা নাগেরকয়েল থেকে কাচেগুড়াগামী এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাসে যাত্রা করছিলেন। চোর সেই ট্রেনে ওঠে এবং রাজের বাবার মোবাইল ফোন এবং সিআইটিইউ লেখা কালো ব্যাগ নিয়ে চম্পট দেয়।
Grammy Award 2024: ইতিহাসে 'শক্তি'! গ্র্যামি পুরস্কারে সম্মানিত জাকির হুসেন-শঙ্কর মহাদেবনের ব্যান্ড
ভোর ৩.৫১ মিনিট নাগাদ এক বন্ধুর মাধ্যমে রাজকে ব্যাগ এবং ফোন চুরি যাওয়ার ঘটনা জানান তাঁর বাবা। ফোনটির লোকেশন দেখে রাজ বুঝতে পারেন ফোনটি রেললাইন ধরে তিরুনেলভেলির মেলাপালায়ামের দিকে যাচ্ছে।
এরপর চোরটি একটি লোকাল বাসে ওঠে। রাজ বাইক নিয়ে বাসটিকে ফলো করতে থাকেন। আন্না বাসস্ট্যান্ডে পৌঁছে তিনি দেখেন, ফোনটি আর ২ মিটারের মধ্যে অবস্থান করছে। প্রায় সাথেসাথেই ফোন এবং ব্যাগ উদ্ধার হয়। স্থানীয় পুলিশ চোরকে গ্রেফতার করে।
রাজ জানিয়েছেন, এই গোটা সময়টায় চোর একবারও লোকেশন শেয়ারিং বন্ধ করেনি৷ নাহলে তাকে খুঁজে পাওয়া মুশকিল হত।