ব্যাগের মধ্যে অ্যানাকোন্ডা। একটি দুটি নয়। এক্কেবারে ১০টা অ্যানাকোন্ডা নিয়ে বিমানে চেপেছিলেন এক যাত্রী। তাও জলজ্যান্ত। এভাবেই ব্যাঙ্কক থেকে ভারতে আসেন তিনি। যা দেখে চক্ষু চড়কগাছ বিমানবন্দর কর্তৃপক্ষের। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমান বন্দর।
বিমান থেকে নামার পরে যাত্রীদের ব্যাগে তল্লাশি চালানো হচ্ছিল। আচমকাই এক ব্যক্তির ব্যাগ চেকিংয়ের সময় দেখা যায়, জিনিসপত্রের পাশেই কুণ্ডলী পাকিয়ে রয়েছে একাধিক সাপ। তখনই ওই ব্যক্তির সব কারসাজি ধরা পড়ে যায়। জানা গিয়েছে, পাচারের উদ্দেশে ব্যাঙ্কক থেকে দশটি হলুদ অ্যানাকোন্ডা সাপ নিয়ে ভারতে আসছিলেন ওই ব্যক্তি। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন - ট্রেনে তোয়ালে যাচ্ছে যাত্রীদের ঘরে, প্রতিদিন চুরি যাচ্ছে হাজারখানেক তোয়ালে!
বেঙ্গালুরুর শুল্ক বিভাগের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, 'অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। বন্যপ্রাণী পাচার কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। ভারতে বন্যপ্রাণী পাচার অপরাধ।'