পার্টিতে মদ্যপ অবস্থায় চলছিল হই হুল্লোড়, বন্ধুদের মাঝে হাতাহাতির সময় মাথায় চোট পেয়ে মৃত্যু হল বছর পঁচিশের এক যুবকের। ২৮ জানুয়ারি গ্রেটার নয়ডায় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
জনৈক ইউটিউবারের ইউটিউব সংক্রান্ত কোনও এক সাফল্য উদযাপনেই এক পার্টির আয়োজন করা হয়েছিল, তাতেই মদ্যপান করে হই হুল্লোড় করছিলেন একদল যুবক। তারই মাঝে হঠাৎ বচসা বাঁধে। তখনই কেউ একজন দীপককে মাথায় ঘুষি মারলে চোট লাগে, পার্টি ছেড়ে বাড়ি চলে যান দীপক। দীপকের বাবার দায়ের করা এফআইআর এর ভিত্তিতে বছর চব্বিশের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
দীপকের দেহের ময়নাতদন্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।