ফের মহিলা নির্যাতন রাজধানী দিল্লিতে। এবার রাস্তার মধ্যেই যুবতীকে মারধর করে চুল টেনে গাড়িতে তোলার অভিযোগ উঠল। যা দেখে প্রতিবাদও করলেন না ঘটনাস্থলে উপস্থিত কেউ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড়। যদিও ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তদন্ত শুরু করে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির মঙ্গলপুরী ফ্লাইওভারে। পুলিশ সূত্রে খবর, রোহিনী থেকে বিকাশপুরী যাওয়ার জন্য উবের বুক করেছিলেন দুই যুবক ও এক যুবতী। মাঝপথেই নিজেদের মধ্য়ে ঝামেলায় জড়ান তাঁরা।
আরও পড়ুন - ফের শ্রদ্ধাকাণ্ডের ছায়া, মহিলার কাটা মুণ্ডু মিলল রাজধানীতে
তারপরেই গাড়ি থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করেন ওই যুবতী। তখনই তাঁকে জোর করে গাড়ির তোলা হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে নিজেদের মধ্যে বচসার কারণেই এই ঘটনা।