ঋণের টাকা না পেয়ে নাবালিকাকে বিয়ের অভিযোগে চাঞ্চল্য বিহারে। এমনকি, ওই নাবালিকাকে জোর করে নিজের কাছে এনে রাখে অভিযুক্ত। এরপর গোপনে নাবালিকাকে বিয়ে করেন ওই বিবাহিত যুবক। তিন মাস সহবাসের পর অভিযুক্ত মহেন্দ্র পাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বিহারের মৈরওয়া শহরের বাসিন্দা মহেন্দ্রের কাছে ষষ্ঠ শ্রেণির ওই কিশোরীর পরিবার প্রায় ২ লক্ষ টাকা ধার নিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় ওই টাকা শোধ দিতে না পারায় কিশোরীকে নিজের বাড়ি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয় অভিযুক্ত। এমনকি, পড়াশোনার খরচ বহন করার আশ্বাসও দেয় অভিযুক্ত মহেন্দ্র। বিয়ের কথা জানাজানি হতেই পুলিশের দারস্থ হয় কিশোরীর পরিবার। লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আটক করে পুলিশ।