রাজনৈতিক ময়দানে তারা ছিলেন যুযুধান। কিন্তু ম্রিত্যু এসে সব সমীকরণ পালটে দেয়, মিলিয়ে দেয় সব হিসেব নিকেশ।
জ্যোতি বসুর (Jyoti Basu) প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানানো হয়।
একটানা ২৩ বছর বাংলার মুখ ছিলেন জ্যোতি বসু। তাঁর ত্রয়োদশতম প্রয়াণ দিবসে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়েই আলোচনা।
কমিউনিস্ট পার্টির (Communist Party) নেতৃত্বে সংসদীয় ব্যবস্থায় এত বছরের সরকার চালানোর নজির বিশ্বে কোথাও নেই।
জ্যোতি বসুর শাসনকালে যেমন পঞ্চায়েত ব্যবস্থার শক্তিবৃদ্ধি, ভূমি সংস্কারের মতো সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে মোড় বদলে দেওয়া কাজ হয়েছে, তেমনই প্রায় আড়াই দশকের এই কালপর্ব জন্ম দিয়েছে অসংখ্য বিতর্কের।