ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরও মজবুত হওয়া প্রয়োজন। এই ব্যাপারে বৃহস্পতিবার সহমত জানালেন পশ্চিমবঙ্গ ও ওড়িশার দুই মুখ্যমন্ত্রী। রাজ্য তো বটেই, এমনকী দেশের রাজনীতির এদিন নজর ছিল ভুবনেশ্বরে। ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই মুখ্যমন্ত্রীর এই বৈঠকে রাজনৈতিক আলোচনার পাশপাশি উঠে এসেছে দুই রাজ্যের মধ্যে সমন্বয়ের কথাও।
জোর দেওয়ার হয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় যৌথভাবে কাজ, পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার ব্যাপারেও। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে দুই মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যেমের মুখোমুখি হন। ওড়িশার মুখ্যমন্ত্রী বিজেডি নেতা নবীন পট্টনায়েক দাবি করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তাঁদের মধ্যে বিরোধীদের ভূমিকা কী হবে, তা নিয়ে কোনও কথাই হয়নি। বরং দু’রাজ্যের পারস্পরিক বিষয়, সমস্যা নিয়ে আরও দুই মুখ্যমন্ত্রী বিস্তারিত আলোচনা করেন বলে খবর।
বাংলায় নবীনকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি পট্টনায়েক পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও এদিন মনে করিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে এদিন বিকেল চারটের সময় নবীনের বাসভবনে যান মমতা। বাংলার মুখ্যমন্ত্রী জানান, বিজু পট্টনায়েকও তাঁকে স্নেহ করতেন। এই বাড়িতে এর আগেও তিনি এসেছেন। এই ব্যাপারে তিনি উল্লেখ করেন গত কয়েক বছর আগে এই বাড়িতে অমিত শাহের সঙ্গে তাঁর মধ্যাহ্নভোজের কথাও।