Due settlement:বকেয়া ১ লাখ কোটি টাকা চেয়ে বৈঠকের দিনই মোদীকে ফের চিঠি মমতার

Updated : Aug 12, 2022 20:41
|
Editorji News Desk

রাজ্যের বকেয়া অর্থ কেন্দ্র মেটাচ্ছে না বলে রাজ্য সরকারের দীর্ঘদিনের অভিযোগ। শুক্রবার বিষয়টি নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের চিঠি লেখেন (Mamata Banerjee wrote to Narendra Modi)। এদিন বিকেলেই অবশ্য় দিল্লিতে মমতা দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। দু’জনের মধ্যে প্রায় ৪৫ মিনিট একান্তে বৈঠক হয়েছে। বৈঠকে দু’জনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, তা জানা না গেলেও প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির বিষয়ে মমতা জানিয়েছেন, কেন্দ্রের কাছে রাজ্য সরকারের এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। তার মধ্যে ১০০ দিনের কাজ (মনরেগা), প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার ১৭,৯৯৬.৩২ কোটি টাকা বকেয়া। রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে এ বিষয়ে বার বার জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। বাংলার প্রাপ্য বকেয়া যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর কাছে তার আর্জি জানানো হয়েছে।

Mamata-Modi:শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে মমতা, একান্তে কথা হল ৪০ মিনিট

চিঠিতে মমতা লি‌খেছেন, ‘মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার প্রকল্প রূপায়ণে গোটা দেশে সামনের সারিতে পশ্চিমবঙ্গ। অথচ কেন্দ্র থেকে টাকা আসছে না। যার জেরে প্রকল্প রূপায়ণ বাধা পাচ্ছে। সমস্যায় পড়ছেন গ্রামের মানুষেরা।’ 

গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীর কাছে বকেয়া অর্থ মেটানোর আর্জি জানিয়েছিলেন মমতা। চিঠিতে তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, করের ভাগ, চতুর্দশ অর্থ কমিশনের পারফরম্যান্স গ্রান্ট বাবদ কেন্দ্রের কাছে ১,০০,৯৬৮.৪৪ কোটি টাকা পায় রাজ্য। মোট বকেয়া অর্থের অঙ্ক জানানোর পাশাপাশি চিঠিতে একটি হিসাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে কোন খাতে কত টাকা বকেয়া তার পরিমাণ উল্লেখ করা হয়েছে।

চিঠিতে মুখ্যমন্ত্রী জানান, মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সমগ্র শিক্ষা মিশন, মিড-ডে-মিল, স্বচ্ছ ভারত মিশন, বিশেষ বিআরজিএফ, খাদ্য ভর্তুকি-সহ ১৩টি প্রকল্পে বিপুল অর্থ বকেয়া রেখেছে কেন্দ্র। তার মোট অঙ্ক ৩৯,৩২২.৬০ কোটি টাকা। আমফান ঘূর্ণিঝড়ের পুনর্বাসন ও ক্ষতিপূরণ খাতে প্রায় ৩২,৩১০ কোটি টাকা, বুলবুল ঘূর্ণি ঝড়ে পুনর্বাসন ও ক্ষতিপূরণ খাতে ৬,৩৩৪ কোটি টাকা এবং ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসন খাতে ৪,২২২ কোটি টাকা বকেয়া রয়েছে। এ ছাড়াও চতুর্দশ অর্থ কমিশনের পারফরম্যান্স গ্রান্ট বাবদ আরও প্রায় ১০১৬ কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে।

 

 

 

 

 

Narendra ModiMamata Banerjee

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক