বিজেপির (BJP) বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশের সবকটি বিরোধী দলকে এই মর্মে চিঠি দিলেন তিনি।
বিজেপি বিরোধী সব মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা। চিঠি দিয়েছেন সবকটি বিরোধী দলের নেতানেত্রীদেরও। মমতার অভিযোগ, সিবিআই (CBI) এবং ED-র মতো কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বিরোধীদের চাপে ফেলার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার৷ এই ধরনের কাজ গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী।
আরও পড়ুন: West Bengal Assembly: বিধানসভায় মারামারি বিজেপি-তৃণমূলের! ঠিক কী হয়েছিল সোমবার?
মমতা লিখেছেন, তিনি বিচারব্যবস্থাকে শ্রদ্ধা করেন। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের ফলে অনেকে ন্যায় বিচার পাচ্ছেন না৷ এটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভয়াবহ।
বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে রূপরেখা তৈরি করতে বিরোধীদের বৈঠক করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, কেন্দ্রীয় সরকারকে তাদের কৃতকর্মের জন্য সবক শেখাতে এছাড়া অন্য কোনও উপায় নেই।