ফের আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে ওই চিঠি পাঠিয়েছেন তিনি। আর জি কর কাণ্ডের আবহে এই নিয়ে প্রধানমন্ত্রীকে মোট দুটি চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রথম যে চিঠি পাঠিয়েছিলেন তার কোনও জবাব আসেনি কেন্দ্রের তরফে। পাশাপাশি ধর্ষণ বন্ধ করতে কড়া আইন চালু করার প্রস্তাব দিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিভিন্ন প্রাসঙ্গিক এবং সমাজ সম্পর্কিত বিষয়টি নিয়ে ভেবেছিলাম। কিন্তু কেন্দ্রের তরফে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি।
প্রথম চিঠিতে কী লেখা হয়েছিল?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথম যে চিঠি লিখেছিলেন সেখানে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে অপরাধীর শাস্তি নিশ্চিত করা দরকার। পাশাপাশি ধর্ষণ, যৌন নির্যাতনের বিচার পরিকাঠামোর জন্য রাজ্যের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রথম চিঠিতে জানানো হয়েছিল।
৯ অগাস্ট সকালে আর জি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় এক মহিলা চিকিৎসকের দেহ। ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তারপর গ্রেফতার করা হয় এক সিভিক ভলান্টিয়ারকে। তারপর তদন্তভার যায় CBI-এর উপর। যদিও তারপর আর কাউকে গ্রেফতার করতে পারেনি।