ইউক্রেন(Ukraine) নিয়ে এবার প্রধানমন্ত্রীকে(Narendra Modi) সর্বদলীয় বৈঠক ডাকার আর্জি জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ইউক্রেনে(Ukraine) আটক ভারতীয় ছাত্র-ছাত্রীদের অবিলম্বে দেশে ফেরানোর দাবি জানিয়েছেন মমতা(Mamata Banerjee)।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে(PM Narendra Modi) চিঠি লিখে সর্বদলীয় বৈঠক (All Party Meeting) ডাকার অনুরোধ করেন। চিঠিতে মমতা লিখেছেন, 'এই সময় আমাদের উচিত দলীয় অবস্থানের উর্দ্ধে উঠে গোটা বিশ্বের কাছে দেশের মাথা যাতে উঁচু থাকে, সেই মতো পদক্ষেপ করা।' শুধু তাই নয়, এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজেকে 'সিনিয়র মুখ্যমন্ত্রী' বলেও উল্লেখ করেছেন।
আরও পড়ুন- Ukraine Crisis: ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধারে পড়শি দেশে যাবেন কেন্দ্রীয় মন্ত্রীরা
সূত্রের খবর, চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একজন 'সিনিয়র মুখ্যমন্ত্রী'(Senior Chief Minister) এবং সর্বভারতীয় দলের নেত্রী হিসেবে ইউক্রেন পরিস্থিতিতে দেশের বৈদেশিক নীতির(Foreign Policy) প্রতি তাঁর আস্থা ব্যক্ত করেছেন। বিদেশনীতির আরেকটি দিক নরেন্দ্র মোদীকে(Narendra Modi) স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'স্বাধীনতার পর থেকে আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।'