Mamata Banerjee's Delhi Visit: বুধবার দিল্লিতে ২২টি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের

Updated : Jun 22, 2022 07:22
|
Editorji News Desk

রাষ্ট্রপতি নির্বাচনে (President Election) বিরোধীদের একজোট করতে উদ্যোগী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেই উদ্দেশে, মঙ্গলবারই দিল্লিতে পৌঁছেছেন তৃণমূল নেত্রী । জানা গিয়েছে, দু'দিনের দিল্লি সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর ।

বুধবার দুপুর তিনটেয় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ২২টি বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর মধ্যে আট রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন ৷ মঙ্গলবারই দিল্লিতে পৌঁছে, শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করেছেন মমতা । তার ঠিক আগে রাষ্ট্রপতি পদপ্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নেন ন্যাশনাল কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পওয়ার ।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ও মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । চিঠিতে মমতা যা লিখেছেন তার সারমর্ম হল,রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । তাই দেশের গণতন্ত্রের এই বিপদের সময় রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সমস্ত প্রগতিশীল বিরোধী রাজনৈতিক দলগুলির জোট বাঁধা উচিত । তৃণমূল নেত্রী এই চিঠি পাঠিয়েছেন সনিয়া গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, উদ্ভব ঠাকরে, নবীন পট্টনায়ক, ও এমকে স্টালিন সহ মোট ২২ জন বিরোধী নেতানেত্রীকে । এদিনের বৈঠকে, ২২ জন বিরোধী নেতা-নেত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে ।

এদিকে, রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি । সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । মনে করা হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনকে হাতিয়ার করে জাতীয় স্তরে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে চাইছেন মমতা ।

দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ১৮ জুলাই।নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২১ জুলাই।

CongressPresident ElectionTMCDelhiMamata BanerjeeSharad Pawar

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক