লোকসভা ভোটের প্রস্তুতি এবার সরকার পক্ষকে চ্যালেঞ্জ জানাতে চলেছেন বিরোধীরা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১২ তারিখ পাটনায় প্রথম বৈঠকে যোগ দেবেন তারা। সূত্রের খবর এই বৈঠকে যোগ দিতে ১১ তারিখ পাটনা যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মূলত নীতীশ কুমারের উদ্যোগে এই বৈঠক হতে চলেছে। তবে কংগ্রেস এই বৈঠকে থাকবে কীনা, তা এখনও স্পষ্ট নয়। প্রথমে ঠিক ছিল দিল্লিতে নীতী আয়োগের বৈঠকের পরেই একজোট হবেন বিরোধীরা। কিন্তু গত শনিবার ওই বৈঠকে যোগ দেননি ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
এই মাসের গোড়ায় কলকাতায় এসে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী এবং জেজিইউ নেতা নীতীশ কুমার। সঙ্গে ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। ওই বৈঠকেই বিরোধী জোট নিয়ে বাকিদের বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এরমধ্যেই গত কয়েকদিনে একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন নীতীশ এবং তেজস্বী।
জেডিইউ সূত্রে দাবি করা হয়েছে, ১২ তারিখের বৈঠকে কংগ্রেসকে বাদ দিয়ে বাকিদের সবার থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই ওই বৈঠকে থাকবেন বলে সম্মাতি দিয়েছেন উদ্ধব ঠাকরে, ফারুক আবদুল্লার মতো নেতারা। তবে কংগ্রেসের পাশাপাশি সিপিএম নীতীশের ডাকে এই বৈঠকে থাকবে কীনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও গত শনিবার দিল্লিতে নীতী আয়োগের বৈঠকে ছিলেন না কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।