"শাসকদল বিরোধীদের বুলডোজ করার চেষ্টা করছে। এ জিনিস চলতে পারে না।" দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বুধবার দিল্লিতে দুপুর ৩টে নাগাদ সাংসদ সৌগত রায়ের বাসভবনে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রায় ২ ঘণ্টা বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরও বিল এনে গণতন্ত্রকে বিপদে ফেলতে পারে বিজেপি।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েই বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আরও বিল এনে গণতন্ত্রকে বিপদে ফেলতে পারে বিজেপি। দেখেছি, আরও ১৬টি বিলের তালিকা করা আছে। এর মধ্যে এমন অনেক বিল আছে, যার সরাসরি প্রভাব রাজ্যে পড়বে। গণতন্ত্রে অনেক নেতৃত্ব থাকবে। অনেক রাজনৈতিক নেতাও থাকবে। আদর্শও অনেক থাকবে। কিন্তু যারা সংখ্যাগরিষ্ঠ হয়, তাঁরাই জেতে। এর অর্থ এমন নয়, রাজ্যকে বুলডোজ করে দাও। বিরোধীদের বুলডোজ করে দাও। সংবাদমাধ্যমকে বুলডোজ করে দাও।"
আরও পড়ুন: সাকেত গোখেলের গ্রেফতারি ইস্যুতে মুলতুবি শীতকালীন অধিবেশন, লোকসভায় সরব তৃণমূল
জানা গিয়েছে, বৈঠকে সংসদে তৃণমূলের পক্ষ থেকে ঠিক কী কী বিষয়ে আলোচনা করা হবে, তার রূপরেখা তৈরি করে দেন তৃণমূল সুপ্রিমো।