গত সেপ্টেম্বরে ভারতে এসেছিলে। ভেবেছিলেন দিল্লিতে এলে তাঁর সঙ্গে দেখা হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তা হয়নি। সেই আক্ষেপ নিয়েই ঢাকা ফিরে গিয়েছিলেন।
এবার সবকিছু ঠিক থাকলে G-20 বৈঠকের জন্য ডাকা নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১২ সেপ্টেম্বর বাংলার জন্য বাণিজ্য আনতে বিদেশ সফরে যাবেন মমতা। তার আগে ৯ তারিখ দিল্লিতে রাষ্ট্রপতির পাঠানো নিমন্ত্রণে যোগ দেবেন নৈশ্যভোজে যোগ দেবেন।
আরও পড়ুন : দিল্লিতে G20 সম্মলনে থাকছেন না জিংপিং, অসন্তুষ্ট জো বাইডেন
সূত্রের খবর, মমতা ছাড়াও রাষ্ট্রপতির দেওয়া ওই নৈশ্যভোজে থাকবেন বিরোধী নেতারা। এই ব্যাপারে তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁদের কথা হয়েছে বলেই দাবি করা হয়েছে।
মনে করা হচ্ছে, ওই নৈশ্যভোজের ফাঁকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী। এবারের দিল্লি সফরে সামিটে যোগ দেওয়ার পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন হাসিনা। ওই বৈঠকেই উঠতে পারে তিস্তা ইস্যু।
রাজনৈতিক মহলের দাবি, ১৩ সেপ্টেম্বর দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের আগে দিল্লিতে ফের বিরোধী জোটের নেতাদের সঙ্গে একবার দেখা করবেন তৃণমূল নেত্রী। এদিকে ৮ তারিখ ভারতের আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।