সোমবার দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। চারদিনের দিল্লি সফরে মরু-শহরের অজমেঢ় এবং পুষ্কর ঘুরে আসার কথাও জানিয়েছেন তিনি। তবে এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রীর(PM Narendra Modi) সঙ্গে তাঁর যে একান্ত সাক্ষাৎ হবে না, তাও স্পষ্ট করেছেন মমতা।
জানা গিয়েছে, দিল্লি পৌঁছে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে প্রধানমন্ত্রীর ডাকা জি-২০(G20 Summit Meeting) সংক্রান্ত বৈঠকে যোগ দেবেন মমতা। তবে সেই বৈঠক শেষে আলাদা করে যে আর কোনও বৈঠক হবে না, তাও দিল্লি যাত্রার প্রাক্কালে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)।
আরও পড়ুন- Earthqake in Bay of Bengal : বঙ্গোপসাগরের নীচে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের বিস্তীর্ণ অংশ
পাশাপাশি, তাঁর রাজস্থান যাওয়ার খবরে প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস সরকার(Rajasthan Congress Govt)। অজমেঢ় এবং পুষ্কর যাত্রা শেষে মঙ্গলবারই দিল্লিতে ফিরে আসার কথা বাংলার মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee)। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ না হলেও বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর। পাশাপাশি, বুধবার তৃণমূল সাংসদদের(TMC MPs) সঙ্গেও একপ্রস্থ বৈঠক সারতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী।