নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার বিকেলে দিল্লি গিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যান। সেখানে দু’জনের মধ্যে একান্তে প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়।
উল্লেখ্য, মমতা বন্দ্য়োপাধ্যায় এবার দিল্লি গিয়ে রাজ্যের বিভিন্ন দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর ছিল। বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া টাকার দাবিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল। যদিও বিরোধীরা কটাক্ষ করে বলেছেন, রাজ্যে শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্ত বন্ধ করার দাবি নিয়েই মমতা বৈঠকে করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
Due settlement:বকেয়া ১ লাখ কোটি টাকা চেয়ে বৈঠকের দিনই মোদীকে ফের চিঠি মমতার
শুক্রবার দুপুরে দিল্লির রেসকোর্সে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন মমতা। প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় ৪০ মিনিট ধরে চলে বৈঠক (Mamata Banerjee met Narendra Modi)। প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইটারে বৈঠকের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর পাশের টেবিলে রাখা রয়েছে হলুদ গোলাপের তোড়া। মনে করা হচ্ছে, শুক্রবার প্রধানমন্ত্রীর হাতে ওই হলুদ গোলাপের তোড়া তুলে দিয়েছেন মমতা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে যান মমতা।
শুক্রবার সন্ধ্যাবেলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মমতার। ৭ অগাস্ট তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন।