আগামী লোকসভা ভোটে আসন-রফার বিষয়টি সরাসরি সনিয়া গান্ধীর সঙ্গেই আলোচনা করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দিল্লি সফরের আগে এই ইঙ্গিত রাজনৈতিক মহলের। এই মাসের ১৮ থেকে ২০ তারিখ তিনি দিল্লিতে থাকবেন। শনিবার বাগডোগরা বিমানবন্দরে নিজেই একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে হিন্দি বলয়ের তিন রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। সেই হারের ব্যাখায় ইন্ডিয়া জোটের শরিকদের বিশ্লেষণ ছিল আসন রফার পথ এড়াতেই কংগ্রেসের এই হার।
আগামী লোকসভা ভোটে সেই ভুল করতে চান না তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের দাবি, এই কারণে তিনি এবার সরাসরি কথা বলতে চান কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে। কারণ, মমতা জানেন এখনও কংগ্রেসের শেষ কথা সনিয়াই।
এবারের দিল্লি সফরে বাংলার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা। শনিবার তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠিও লিখেছেন। তবে, বছর শেষের আগে দিল্লির ইন্ডিয়া জোটের বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই দাবি করছে রাজনৈতিক মহল।