উত্তরবঙ্গ সফরে এসে বগটুই(Bagtui Genocide) নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আগামীকাল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের অনুষ্ঠানে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করার কথাও রয়েছে তাঁর।
রামপুরহাট নিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “রামপুরহাটে বড় ষড়যন্ত্র করা হয়েছে, তদন্ত হোক।” তবে একইসঙ্গে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, “নোবেল প্রাইজ(Noble Prize) খোয়া যাওয়া নিয়ে আজ পর্যন্ত বিচার নেই, নন্দীগ্রাম-নেতাইয়ে(Nandigram-Netai) আজও সিবিআই কিছু করেনি। তাপসী মালিক খুনে(Tapasi Malik Murder) সিবিআই আজও বিচার করতে পারেনি, বরং সিট(SIT) তদন্তে অনেক দূর এগিয়েছিল।”
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “এখানে একটা ঘটনা ঘটেছে, খুন হয়েছে তৃণমূল, আগুন লাগাল তৃণমূল। আর রাজনৈতিক দলগুলো তৃণমূলকেই গালাগালি দেওয়া দিচ্ছে।” তবে যাঁদের ক্ষতি হয়েছে তাঁদের দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথাও জানান মুখ্যমন্ত্রী।