বিগত ৫ বছরে কী করেছে মেঘালয় সরকার। এবার সেই রিপোর্ট কার্ড দেখতে চাইলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি, মেঘালয়ের দুর্নীতিগ্রস্ত সরকারকে হঠাতে গেলে তৃণমূলের বিকল্প আর নেই, বুধবার এমনটাই দাবি মমতার। চলতি বছরেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। ফলে বছরের প্রথম জনসভা থেকেই রাজ্যের বিজেপি-এনপিপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী(TMC on Meghalaya Govt.)। এদিনের জনসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।
বুধবার মেঘালয় সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি তুরার জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রীর(West Bengal CM Mamata Banerjee) দাবি, তৃণমূল কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল যারা পাহাড়ে সুশাসন আনতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারের(Lakshmir Bhandar) প্রসঙ্গ টেনে এনে এদিন মহিলাদের প্রতি মাসে ১ হাজার টাকা ভাতার আশ্বাসও দেন বাংলার মুখ্যমন্ত্রী।
নিজের পুরনো দল কংগ্রেসকে(Mamata Banerjee slams Congress) আক্রমণ করে তাঁর দাবি, ছাত্রজীবনে বামেদের বিরুদ্ধে তিনি লড়াই চালালেও কংগ্রেস তাঁকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়। তাই পরবর্তীতে তিনি নিজেই তৃণমূল কংগ্রেস(TMC on BJP-NPP Govt.) প্রতিষ্ঠা করেন।