শনিবার, ১৫ জানুয়ারি, ভারতীয় সেনা দিবস (Indian Army day)। এই বিশেষ দিনে ভারতীয় সেনাকে সশ্রদ্ধ অভিবাদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (West Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
টুইট করে এদিন সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়েছেন মমতা। তিনি লিখেছেন, 'সেনা দিবসে আমি আমাদের সব সাহসী এবং নিবেদিতপ্রাণ সৈনিক এবং তাঁদের পরিবারকে সাহসী এবং নিঃস্বার্থ সেবার জন্য কুর্নিশ জানাই। আমরা তাঁদের জন্য গর্বিত।'
অভিষেক লিখেছেন, 'সেনারা যে সাহসিকতা এবং পেশাদারিত্ব দিয়ে আমাদের সীমান্ত রক্ষা করছেন, তা অতুলনীয়। সমগ্র জাতি আপনাদের অক্লান্ত সেবার জন্য কৃতজ্ঞ।'
আরও পড়ুন: National Army Day: সেনা দিবসে টুইট প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির, কৃতজ্ঞতা জানালেন দেশের অতন্ত্র প্রহরীদের