"আমি মনে করি ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর।" সোমবার ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনের পর এভাবেই ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ত্রিপুরাকে 'নিজের ঘর' আখ্যা দিয়ে তৃণমূল নেত্রীর বার্তা, ত্রিপুরায় এলে নিজের ভাষায় কথা বলা যায়, নিজের মনমতো রান্নার বিভিন্ন পদ খাওয়া যায়। শুধু তাই নয়, ছোট্ট এই বার্তায় তিনি সমগ্র ত্রিপুরাবাসীকে(Tripura Assmbly Election 2023) ধন্যবাদ জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তাও দেন।
সোমবার ত্রিপুরা নেমেই মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) বিমানবন্দর থেকে সোজা চলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। মন্দির ঘুরে দেখার পাশাপাশি মা ত্রিপুরেশ্বরীর পুজো দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের জয় প্রার্থনা করেন বাংলার মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, সোমবারই ত্রিপুরায় জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah on TMC)। জনসভা থেকে বাম-কংগ্রেস জোটকে আক্রমণ শানানোর পাশাপাশি বিজেপির শাসনকালে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। তবে বাম-কং জোটকে আক্রমণ করলেও উল্লেখযোগ্যভাবে তৃণমূল সম্পর্কে নীরব থাকেন অমিত শাহ।