আসন্ন লোকসভা ভোটের আগে এবার নিজেদের আহ্বায়ক ঠিক করে ফেলল বিরোধী ইন্ডিয়া জোট। শনিবার ভার্চুয়াল বৈঠকে ঠিক হয়েছে বিরোধী জোটের চেয়ারপার্সন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যদিও এই বৈঠকের আগে অনেকেই মনে করেছিলেন, চেয়ারপার্সনের দায়িত্ব দেওয়া হতে পারে বিহারের মুখ্যমন্ত্রী ও সংযুক্ত জনতা দলের প্রধান নীতীশ কুমারকে।
এদিনের বৈঠকে না থাকলেও, প্রতিক্রিয়ায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই ইন্ডিয়ার চেয়ারপার্সন ঠিক করা হল। কারণ গত বছর দিল্লির বৈঠকে বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ হিসাবে মল্লিকার্জুন খাড়গের নামই প্রস্তাব করেছিলেন মমতা। আস্তিন থেকে দলিত তাস খেলেই কংগ্রেস সভাপতির উপরেই আস্থা দেখিয়েছিলেন তৃণমূল নেত্রী।
রাজনৈতিক মহলের দাবি, এই বৈঠকের পরেই হয়তো গতি পেতে পারে বিরোধী জোটের মধ্যে আসন রফার বিষয়টি। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী প্রস্তাব দিয়েছেন, সারা দেশে ৩০০ আসনে লড়াই করুক কংগ্রেস। বাকি ২৪২টি আসনে লড়াই করবেন শরিকরা। বাংলাতেও কংগ্রেসকে আসন ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। রাজনৈতিক মহলের দাবি, এই ব্যাপারে সনিয়া গান্ধী নিজে থেকে উদ্যোগী হলে, বাংলায় দু, একটি আসন বেশি পেতে পারে কংগ্রেস।