দেশ বিদেশ থেকেই আসামের কামাখ্যা দর্শনে যান পুন্যার্থীরা। সেই কামাখ্যা যাওয়ার পথ আরও মসৃণ হচ্ছে আজ থেকে। রাখি পূর্ণিমাতেই উদ্বোধন করা হচ্ছে মালিগাঁও থেকে কামাখ্যা পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ উড়ালপুল। বুধবার সন্ধেতে সেই উড়ালপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
২.৬ কিলোমিটার লম্বা উড়ালপুলের দু পাশ ঘেরা পাহাড়ে, জঙ্গলে। মনোরম সেই দৃশ্যের একঝলক টুইটারে শেয়ার হয়েছে আসামের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে।
গুয়াহাটি শহরে এমনিই চুইয়ে পড়ে প্রাকৃতিক নিসর্গ। উড়ালপুলের দু'ধারে নীলাচল পাহাড়, সবুজের সমারোহ আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে টেনে আনবে কামাখ্যায়।