মধ্যপ্রদেশের জব্বলপুরে বিধ্বংসী আগুন। এক বেসরকারি হাসপাতালে আগুন লেগে অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, জব্বলপুরের নিউ লাইফ মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে সোমবার দুপুরে আগুন লাগে। সূত্রের খবর, এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পাঁচজন রোগী এবং তিনজন হাসপাতাল কর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ৯ জন।
জব্বলপুরের পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুণা জানিয়েছেন, দুপুরেই জব্বলপুরের দমোনাকা এলাকার ওই হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। বিকেলের মধ্যে ওই আগুন নিয়ন্ত্রণেও আসে। পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ওই আগুন লেগেছে।
আরও পড়ুন- India Covid Update : দেশে সামান্য কমল কোভিডের দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস
জব্বলপুরের পুলিশের প্রধান অখিলেশ গাউর বলেন, ‘‘ভয়াবহ আগুন লেগেছিল ওই হাসপাতালে। তবে আমরা ভিতরে আটকে থাকা প্রায় সবাইকেই বাঁচাতে পেরেছি বলে মনে হচ্ছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।’’ সোমবারের এই অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন।