অবশেষে আত্মসমর্পণ করলেন হাথরসকাণ্ডের মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর। নজফগড়ে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পন করেন তিনি। ইতিমধ্যে তাঁকে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন মধুকর। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল উত্তরপ্রদেশ পুলিশ। অবশেষে চার দিন পর আত্মসমর্পন করলেন তিনি।
জানা গিয়েছে, মধুকর ভোলেবাবা ঘনিষ্ঠ। হাথরসে সৎসঙ্গের আয়োজনের দায়িত্বে ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২১ জনের।
এদিকে প্রায় চারদিন পর প্রকাশ্যে এসেছেন ভোলে বাবা। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ওই ঘটনার জন্য তিনি ব্যথিত।