Badlapur Encouter : পুলিশে গুলিতে মুম্বইয়ে মৃত বদলাপুরের যৌন হেনস্থার মূল অভিযুক্ত

Updated : Sep 23, 2024 23:21
|
Editorji News Desk

যৌন হেনস্থায় অভিযুক্তকে এনকাউন্টার ! সোমবারের এই ঘটনায় ফের শিরোনামে মহারাষ্ট্রের বদলাপুর। মহারাষ্ট্র পুলিশের দাবি, এদিন সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে মুম্বরা বাইপাসের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বদলাপুরের এই অভিযুক্তের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে। যা দায়ের করেছিলেন অভিযুক্তের স্ত্রী। সেই মামলায় অভিযুক্তকে হেফাজতে নিতে তালোজা জেলে গিয়েছিল পুলিশ। সেখান থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে দাবি, প্রিজন ভ্যানের মধ্যেই এক কনস্টেবলের থেকে রাইফেল ছিনতাই করে ওই অভিযুক্ত। কনস্টেবলকে লক্ষ্য করে গুলিও চালায়। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় বদলাপুরের যৌন হেনস্থা মামলার অভিযুক্তের। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অক্ষয় শিন্ডে। বয়স ২৩ বছর। 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গুলি লাগার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আহত ওই ব্যক্তিকে। হাসপাতালেই তার মৃত্যু হয়। ঘটনায় জখম হয়েছেন এক পুলিশ কর্মী। গত ১৩ অগাস্ট বদলাপুরের একটি স্কুলে দুই নার্সারি পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এক সাফাই কর্মীর বিরুদ্ধে। ঘটনার তিন দিন পর থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরের দিনেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, গত ১ অগাস্ট ওই স্কুলে চুক্তিভিত্তিক ভাবে সাফাই কর্মীর পদে যোগ দিয়েছিল অক্ষয়। 

কলকাতায় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগের মধ্যেই দুই পড়ুয়ার যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল হয় মহারাষ্ট্রের বদলাপুর। থানেতে রেল অবরোধ করে স্থানীয় জনতা। এদিকে, পুলিশের গুলিতে অক্ষয়ের মৃত্যুর পরেই সরকারের দিকে প্রশ্ন তুলছে বিরোধী ইন্ডিয়া জোট। রাজ্যের বিরোধী দলের অভিযোগ, পুলিশের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বদলাপুরের যৌন হেনস্থায় অভিযুক্তের। তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলেই অভিযোগ রাজ্যের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বাণের। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। 

Encounter

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক