অবশেষে লোকসভার এথিক্স কমিটিতে হাজিরা দেওয়ার সিদ্ধান্ত নিলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। মঙ্গলবার লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকরকে চিঠি দিয়েছেন তিনি। সাংসদ জানিয়েছেন, আগামী ২ নভেম্বর হাজিরা দেবেন তিনি।
এই চিঠিতে হাজিরা দেওয়ার পাশাপাশি নিজের বক্তব্যও পেশ করেছেন তৃণমূল সাংসদ। জানা গিয়েছে মহুয়া চিঠিতে লিখেছেন, তিনি এথিক্স কমিটির 'সম্মানার্থে' আগামী ২ নভেম্বর সকাল ১১টায় হাজিরা দেবেন।
আরও পড়ুন - বিরোধীদের ফোনে হ্যাকিং মেসেজ! তদন্তের নির্দেশ কেন্দ্রের
এছাড়াও এই বিষয়ে তীব্র প্রতিবাদও জানিয়েছেন মহুয়া। তাঁর অভিযোগ, অনুরোধ করার পরও কমিটি তাঁর উপর কার্যত চাপ সৃষ্টি করে তাঁকে ডেকে পাঠিয়েছে।