সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন মহুয়া মৈত্র । ধ্বনিভোটে পাস এথিক্স কমিটির রিপোর্ট । সাংসদপদ খারিজের পর লোকসভার বাইরে এসে রীতিমতো হুংকার দিলেন মহুয়া । সংসদের বাইরে ও ভিতরে থেকে লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন তিনি । একইসঙ্গে দাবি করলেন, বিজেপির পতন এখান থেকেই শুরু । মহুয়া আরও বলেন, তিনি ফিরবেন, আর এর শেষ দেখে ছাড়বেন ।
এদিন লোকসভা থেকে বেরিয়ে মহুয়া বলেন, 'লোকসভার এথিক্স কমিটিতে ‘এথিক্স’ বলে কিছু নেই। সব নিয়ম ভেঙে ফেলেছে। এমন একটা কারণে আমাকে বহিষ্কার করা হল, যা লোকসভার সকল সদস্যের মধ্যে প্রচলিত একটি অভ্যাস ।'
মহুয়ার হুঁশিয়ারি, 'আমার বয়স ৪৯ বছর । আগামী আরও ৩০ বছর আমি লোকসভার ভিতরে ও বাইরে লড়াই করব ।' এরপরই মহুয়ার কণ্ঠে শোনা যায় কবি সুকান্তর বিখ্যাত কবিতা 'আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই...'। তারপরই তাঁর হুঁশিয়ারি, তিনি ফিরবেন, এবং এর শেষ দেখে ছাড়বেন ।