দুদিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগের পর মোদির দ্বিতীয় দিনের ডেস্টিনেশন কৃষ্ণনগর। শনিবার সকালেই রাজভবন থেকে হেলিকপ্টারে করে, কৃষ্ণনগর উড়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর শনিবার সকালেই, প্রধানমন্ত্রীকে ডালপুরি খাওয়ার 'নিমন্ত্রণ' জানালেন কৃষ্ণনগরের তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র (Mahua Moitra)।
শনিবার সকালে, করিমপুরের রমেন ঘোষের দোকানের ডালপুরি দিয়ে দিন শুরু হয়েছে মহুয়ার। এমনটা জানিয়েই ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে আজ তাঁর জেলাতেই প্রধানমন্ত্রী এসেছেন। তাই ডালপুরি খেতে খেতে মহুয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ, ‘আসুন না একটু ডালপুরি খেয়ে যান’
উল্লেখ্য, লোকসভা থেকে তাঁকে বহিষ্কৃত করেছে এথিক্স কমিটি। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুর থেকে দিন কয়েক আগেই জানিয়ে দিয়েছিলেন, কৃষ্ণনগরের প্রার্থী হবেন মহুয়া মৈত্রই।