দ্রৌপদীর মতো তাঁর বস্ত্রহরণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর জীবনে ঢাল হয়েছিল জনতা। সোমবার দ্বিতীয়বার সাংসদ হয়ে লোকসভায় প্রথম ভাষণে বক্তা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। এদিন তিনি জানান, এতদিন মানুষ তাঁকে বলতেন, তিনি সব হারিয়ে ফেলেছেন। তা সত্ত্বেও তিনি একটা জিনিষ অর্জন করেছেন, আর তা-হল ভয় থেকে মুক্তি। এখন আর কেউ তাঁকে ভয় দেখাতে পারবেন না।
গত লোকসভা থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। এদিন সেই সংসদে ফের বলতে উঠে মহুয়া জানান, গতবার তাঁকে এখানে বলতে দেওয়া হয়নি। তাঁকে চুপ করে বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ তিনি বলবেন। কারণ, কৃষ্ণনগরের মানুষ আজ তাঁর ঢাল।
কেন্দ্রকে নিশানা করে মহুয়া মৈত্র একাধিক প্রতিক্রিয়া দিয়েছেন এদিন। কৃষকদের দাবি পূরণ না করা এবং NEET পরীক্ষা নিয়ে চলমান বিতর্কের জন্য কেন্দ্রকেও নিশানা করেছেন তিনি।