মুম্বইয়ে ২৬/১১ হামলায় জঙ্গিদের বিরুদ্ধে লড়তে গিয়ে শহিদ হন পুলিশ আধিকারিক হেমন্ত কারকারে । এবার সেই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়ার । তাঁর দাবি, আজমল কাসবের গুলিতে বা কোনও জঙ্গি হামলায় নয়, বরং আরএসএস ঘনিষ্ঠ পুলিশকর্মীর গুলি লেগেই শহিদ হয়েছিলেন হেমন্ত কারকারে । ঘটনায় বিজেপি প্রার্থী উজ্জ্বল নিকমকে 'দেশদ্রোহী' বলেছেন ওই কংগ্রেস নেতা ।
উল্লেখ্য, উজ্জ্বল নিকম ২৬/১১ মামলায় সরকারের আইনজীবী ছিলেন । লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর সেন্ট্রাল থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন । সেই উজ্জ্বলকে আক্রমণ করতে গিয়েই এদিন বিজয় বলেন, 'যে গুলি লেগে হেমন্ত কারকারের মৃত্যু হয়, সেই গুলিটা মোটেই কাসবের বন্দুক থেকে বেরয়নি। এমন এক পুলিশকর্মীর গুলিতে হেমন্তের মৃত্যু হয়, যিনি সেই সময়ে আরএসএসের কর্মী ছিলেন। কিন্তু সেই কথা আদালতে বলেননি উজ্জ্বল।'
সেইসঙ্গে কংগ্রেস নেতার প্রশ্ন, আদালতে যে ব্যক্তি মিথ্যে বলেন, তাঁকে কেন নির্বাচনের টিকিট দিয়েছে বিজেপি ? কেন এক বিশ্বাসঘাতককে সমর্থন করছে বিজেপি ? বিজয় ওয়াদেত্তিয়ারের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে জাতীয় রাজনীতিতে । যদিও বিজয়ের দাবি, এস এম মুশারিফের লেখা বইয়ের তথ্যের ভিত্তিতেই এই কথা বলেছেন তিনি।