ভোর হতেই ভিড় বাড়ছে অযোধ্যার জনপদে। সবাই আজ মন্দিরমুখী। তার মধ্যেই এবার সামনে এল মহাপ্রসাদের বাক্সের ছবি। রবিবার রাতে সেই বাক্সকে সামনে নিয়ে এল মন্দির কর্তৃপক্ষ। এই বাক্সেই দেওয়া হবে অতিথিদের উপহার। এদিন মন্দির উদ্বোধন ঘিরে অযোধ্যায় হাজির থাকবেন দেশ-বিদেশের প্রায় ১১ হাজার অতিথি।
বাক্সের উপরে রয়েছে রাম মন্দিরের ছবি। তা খুললে দেখতে পাওয়া যাবে, নানা জিনিস দিয়ে সাজানো হয়েছে এই বাক্স। যার মধ্যে থাকবেদেশি ঘি, পাঁচ রকমের শুকনো ফল, বেসন এবং চিনি দিয়ে বানানো লাড্ডু। জানা গিয়েছে এমন দুটি বাক্স দেওয়া হবে অতিথিদের।
সকাল দশটা থেকে শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। মূলত সেই সময় মন্দিরে হবে মঙ্গলধ্বনি। রবিবার রাতে হনুমান মন্দিরে এসে পুজো দিয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।