বাঘের সঙ্গে সেলফি। না শুধু সেলফি নয়, বলা ভাল বাঘের পিঠে চড়ে সেলফি তুললেন একদল লোক। এটাও কী সম্ভব? এটা অনেকেরই মনে হতে পারে। কিন্তু ঠিক এই ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) দেওয়াস জেলায়। মুহূর্তেই এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঠিক কী ঘটেছিল?
কালী সিন্ধ নদীর ধারের একটি গ্রামে একটি চিতা বেরিয়ে আসে। বাঘটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। প্রথমে দুরত্ব বজায় রাখলেও চিতার চলাফেরা দেখে বোঝা যায় অসুস্থ। ভয় কেটে গেলেই চিতার সঙ্গে সেলফি তোলার ধুম পড়ে যায়। এমনকি চিতার পিঠে উঠেও সেলফি তুলতে দেখা যায়।
আরও পড়ুন - চন্দ্র অভিযানের সেরা ছবি, কী আছে সেই ছবিতে! শেয়ার করল ISRO
দেরিতে হলেও ঘটনার খবর পায় দেওয়াস জেলার বন বিভাগ। সন্ধের সময় অসুস্থ চিতাবাঘটিকে উদ্ধার করা হয়। চিতার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে কড়া হচ্ছে অসুস্থ কিংবা বেশি খাবার খেয়ে হাঁটতে সমস্যা হচ্ছিল চিতাটির।