বোনকে উত্তক্ত করার প্রতিবাদ। প্রাণ দিয়ে মাশুল চোকাতে হল দাদাকে। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের(Madhya Pradesh Murder News) হারদার দুধকচ্ছ গ্রামে। বৃহস্পতিবার বছর বাইশের এক তরুণকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে একই পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৫ জনকেই গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে ২৬ বছরের এক যুবক, তাঁর দুই ভাই, বাবা এবং মা রয়েছেন। ২৬ বছরের ওই যুবকই মৃত তরুণের বোনকে উত্যক্ত করত বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে ওই তরুণকে কোপানো হয়েছে বলেই অনুমান চিকিৎসকদের(Madhyapradesh News)।
মৃতের বোনের দাবি, তাঁকে উত্তক্ত করত ২৬ বছরের ওই যুবক। এমনকি সে তাঁর মোবাইল ফোনে আপত্তিকর মেসেজ পাঠাত বলেও অভিযোগ। আর এর বিরুদ্ধেই প্রতিবাদে সরব হন মৃত তরুণ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ(Madhyapradesh Police) নেওয়ার দাবি জানিয়েছে মৃতের পরিবার।
আরও পড়ুন- Sushant Singh Rajput: সুশান্তকে খুন করা হয়, দাবি করে পুলিশি নিরাপত্তা পেলেন মর্গকর্মী রূপকুমার শাহ