LPG 19 KG Gas Cylinder Price : রথের দিন সুখবর। দাম কমল রান্নার গ্যাসের। শুক্রবার রাজধানী দিল্লিতে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের (19 KG LPG Gas Price) দাম ১৯৮ টাকা কমেছে। কলকাতাতে (Kolkata) গ্যাসের দাম কমেছে ১৮২ টাকা। মুম্বই ও চেন্নাইতেও যথাক্রমে রান্নার গ্যামের দাম ১৯০ টাকা ও ১৮৭ টাকা করে কমেছে।
তবে ১৪ কেজি ঘরব্যবহারী গ্যাসের দাম একই থাকছে। ১৯ মে শেষবার দাম বেড়েছিল গৃহস্থের ঘরোয়া গ্যাসের। সেই থেকে এখনও একই আছে দাম।
আরও পড়ুন: মহারাষ্ট্রের তখতে একনাথ শিন্ডে, ডেপুটি দেবেন্দ্র ফড়ণবীস
বর্তমানে দিল্লি ও মুম্বইতে গৃহস্থের ব্যবহার করা গ্যাসের দাম ১০০৩ টাকা। কলকাতায় গ্যাসের দাম বর্তমানে ১০২৯ টাকা। চেন্নাইতে গৃহস্থের ব্যবহার করা গ্যাসের দাম ১০১৯ টাকা। লখনউতে এই গ্যাসের দাম ১০৪১ টাকা। জয়পুরে দাম ১০০৭ টাকা।