রাজধানী দিল্লির রোহিনীতে প্রেমিকাকে খুনের ঘটনায় গ্রেফতার প্রেমিক। রবিবার রাতে এই ঘটনায় প্রেমিকাকে কুপিয়ে খুন করার পর তার মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। সোমবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রথমে ২০ বারের বেশি কোপানো হয় ১৬ বছরের ওই নাবালিকাকে। মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়। রাস্তার সিসি ক্যামেরা থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে পাশ দিয়ে লোক চলে গেলেও ওই নাবালিকাকে কেউ উদ্ধারে এগিয়ে আসেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দু জনের ঝগড়া থেকেই ঘটনার সূত্রপাত। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে, কমপক্ষে ১৬ বার নাবালিকার দেহে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। পাথরের আঘাতে মাথার খুলি চার টুকরো হয়ে গিয়েছে। তবুও এই ব্যাপারে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই যুবকের বয়স ২০ বছর।