লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে । ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল । সোমবার বালুরঘাট থেকে ভোটের প্রচার শুরু করলেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার । যদিও, সুকান্তর হয়ে আগেই প্রচার শুরু করেছিল দলের নেতা কর্মীরা । প্রার্থী ঘোষণার পর সোমবারই প্রথমবার বালুরঘাটে পৌঁছন সুকান্ত । আর নিজের শহরে পৌঁছেই ময়দান নেমে পড়েন বিজেপির রাজ্য সভাপতি ।
সোমবার বালুরঘাট স্টেশনে নামার পর বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমা করেন সুকান্ত । তারপর শহরের বুড়ি কালি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি । এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,'রাজ্য জুড়ে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচিতে সামিল থাকার দরুণ তিনি নিজের কেন্দ্রে থাকতে পারেননি ।' তাই বাড়ি ফিরে এতটুকু সময় নষ্ট করতে চাননি সুকান্ত ।
বালুরঘাটে সুকান্তের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে বিপ্লব মিত্রকে । তবে, সেই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত । বরং, তিনি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি । সুকান্ত মজুমদারের বক্তব্য, 'আমি বয়সের কারণে ওঁকে সম্মান করি। তবে আমার কাছ থেকে হেরে আবার মন্ত্রিত্ব নিতে হবে বিপ্লববাবুকে। বৃদ্ধ বয়সে ওঁকে হারানোর কোনও মানে হয়নি তৃণমূল কংগ্রেসের।'