৭৮ বছর পর আজ, বুধবার লোকসভায় স্পিকার পদে নির্বাচন। মঙ্গলবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের বাড়িতে বৈঠকে বসে এই নির্বাচনকে নিয়ে কৌশল ঠিক করে নিল বিরোধী ইন্ডিয়া জোট। স্পিকার নির্বাচনে কংগ্রেস প্রার্থী কে সুরেশের পাশে থাকার বার্তা দিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে, সূত্রের দাবি, পরবর্তী সময়ে কংগ্রেসের একতরফা সিদ্ধান্ত তারা মানবে না বলেও বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ওয়াইএসআর কংগ্রেস জানিয়েছে, স্পিকার নির্বাচনে তারা ওম বিড়লার পাশে আছে। ভোটাভুটি শুরু বেলা ১১টা থেকে।
মঙ্গলবার দুপুরে স্পিকার পদে মনোনয়ন জমা দেন বিজেপি ওম বিড়লা। তার কিছুক্ষণের মধ্যেই ওই পদে নিজের মনোনয়ন জমা দেন কংগ্রেসের কে সুরেশ। ফলে, তৈরি হয় ভোটের পরিস্থিতি। এরমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরোধী শিবিরের কাছে প্রার্থী প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু ২৯২ বনাম ২৩২-এর লড়াইয়ে অনড় থাকে বিরোধীরা।
এর মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়, তাদের সঙ্গে আলোচনা ছাড়াই স্পিকার পদে প্রার্থী দাঁড় করিয়েছে কংগ্রেস। যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের সংসদীয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ছেড়ে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী, লোকসভায় শপথ অনুষ্ঠানে দেখা যায় রাহুল গান্ধীর সঙ্গে পাশাপাশি বসে আলোচনা করতে।
রাতে ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়ে কে সুরেশকে সমর্থনের বিষয়টি স্পষ্ট করেন তৃণমূলের লোকসভার নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। অঙ্ক বলছে, ১১টা থেকে শুরু হতে চলা এই ভোটাভুটিতে বিজেপির ওম বিড়লার জয় কার্যত নিশ্চিত। যদি তিনি জেতেন, তাহলে স্পর্শ করবেন বলরাম জাখরের নজিরকে।