শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভার অন্দরে ঢুকে পড়েন দুই যুবক। এবং তাঁরা রং বোমা ফাটাতে শুরু করেন বলে অভিযোগ। ঠিক কী ঘটেছিল জানালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
তিনি জানিয়েছেন, অধিবেশন চলাকালীন হঠাৎ দুই যুবক গ্যালারি থেকে লাফ দেন। এবং তাঁদের হাতে এমন একটি বস্তু ছিল যেখান থেকে রঙিন গ্যাস বের হচ্ছিল। ওই দুই যুবককে ধরে ফেলেন লোকসভায় উপস্থিত সদস্যরা। এবং তারপর নিরাপত্তারক্ষীরা তাঁদের ধরে বাইরে নিয়ে যান।
এই ঘটনার পর অধিবেশন বুধবার ২টো পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে। এদিকে এই নিয়ে নিরাপত্তা গাফিলতির অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, ১৩ ডিসেম্বর নিরাপত্তা হামলার বর্ষপূর্তি। ওই একই দিনে এই ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত সদস্যরা।